সম্প্রতি এ ব্যাপারে পূর্বের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, নিকটাত্মীয়দের সাথে মুসলিম শিশুরা মসজিদে নামাজে অংশ নিতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “করোনভাইরাস প্রাদুর্ভাবের ফলে সাধারণ ইবাদতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে অপ্রাপ্তবয়স্করা পিতা, ভাই এবং নিকটাত্মীয়দের সাথে মসজিদে নামাজে যোগ দিতে পারবে।”
তিনি আরো বলেন, ”কট্টরপন্থী কারিমভের অধীনে একটি ডি ফ্যাকো নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল এবং তার মৃত্যুর পরেও বহাল ছিল।
এখন শিশুদের মসজিদে প্রবেশে আর কোন নিষেধাজ্ঞা নেই।” ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত আমেরিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিবেদন অনুসারে,
গত বছর পুলিশ দু’জন ব্লগারকে আটক করেছিলো যারা কর্তৃপক্ষকে শিশুদের মসজিদে, মেয়েদের হিজাব পরতে এবং পুরুষদের দাড়ি রাখার অনুমতি দেওয়ার জন্য বলেছিল।
Comments
Post a Comment